Information and communication technology or ICT(তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি)
তথ্য ও যোগাযোগ
প্রযুক্তি বা আইসিটি


আইসিটি
ডেভেলপমেন্ট ইন্ডেক্স বিশ্বব্যাপী আইসিটি ব্যবহার ও আইসিটি তে
অংশগ্রহণ তুলনা ও বিন্যাস করে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রসমূহ
·
তথ্য সংরক্ষণ
প্রযুক্তি।
·
তথ্য
আদান-প্রদান বা তথ্য যোগাযোগ (টেলিযোগাযোগ, কম্পিউটার নেটওয়ার্ক, ইন্টারনেট ইত্যাদি) প্রযুক্তি।
·
তথ্য
প্রক্রিয়াকরণ প্রযুক্তি।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উপকরণসমূহ
·
সফটওয়্যার
·
ডাটা
·
দক্ষ জনশক্তি
·
প্রক্রিয়া
·
নেটওয়ার্ক
বিশ্ব অর্থনীতিতে আইসিটি
বর্তমান সময়ে বিশ্বব্যাপী আইসিটি তে
খরচের মূল্য নির্ধারন করা হয়েছে ৩.৫ ট্রিলিয়ন ইউ.এস ডলার এবং প্রতি বছর তা ৫%
হারে বৃদ্ধি পাচ্ছে। প্রতি ১৫ বছরে এই খরচের মূল্য দ্বিগুণ হচ্ছে।
আইসিটির বিভিন্ন ক্ষেত্রে মোট বাজেট
ব্যবহারের শতাংশ নিম্নরূপঃ
·
৩১% -
ব্যক্তিগত খরচ (আভ্যন্তরিন)।
·
২৯% -
সফটওয়্যার খাতে খরচ (বাহ্যিক)।
·
২৬% -
হার্ডওয়্যার খাতে খরচ (বাহ্যিক)।
·
১৪% -
বাহ্যিক সেবা সরবরাহকারী।
No comments