Mahmud of Ghazni - Know about our Bangladesh

Mahmud of Ghazni

                      ইয়ামিনউদ্দৌলা আবুল কাসিম মাহমুদ                                 ইবনে সবুক্তগিন
     
  মাহমুদ
Sultan-Mahmud-Ghaznawi.jpg
গজনভি সাম্রাজ্যের আমির
রাজত্ব৯৯৮ – ১০০২
পূর্বসূরীইসমাইল গজনভি
উত্তরসূরীমাহমুদ গজনভি সুলতান হিসেবে অধিষ্ঠিত
গজনভি সাম্রাজ্যের সুলতান
রাজত্ব১০০২ – ১০৩০
পূর্বসূরীইতিপূর্বে আমির হিসেবে শাসন
উত্তরসূরীমুহাম্মদ গজনভি
জন্ম২ নভেম্বর ৯৭১
গজনি (বর্তমান আফগানিস্তান)[১]
মৃত্যু৩০ এপ্রিল ১০৩০
গজনি
দাম্পত্য সঙ্গীকাউসারি জাহান
বংশধরমুহাম্মদ গজনভি
প্রথম মাসুদ গজনভি
আবদুর রশিদ গজনভি
সুলাইমান
সুজা
পূর্ণ নাম
লকব: ইয়ামিনউদ্দৌলা ওয়া আমিনুল মিল্লা
কুনিয়া: আবুল কাসিম
প্রদত্ত নাম: মাহমুদ
নিসবত: গজনভি
রাজবংশসবুক্তগিন পরিবার
পিতাসবুক্তগিন
ধর্মসুন্নি ইসলাম
 (ফার্সিیمین‌الدوله ابوالقاسم محمود بن سبکتگین‎‎) সাধারণভাবে মাহমুদ গজনভি(محمود غزنوی;‎ ২ নভেম্বর ৯৭১ – ৩০ এপ্রিল ১০৩০), সুলতান মাহমুদ ও মাহমুদে জাবুলি (محمود زابلی) বলে পরিচিত, ছিলেন গজনভি সাম্রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ শাসক। ৯৯৭ থেকে ১০৩০ সালে তার মৃত্যুর আগ পর্যন্ত তিনি পূর্ব ইরানিয় ভূমি এবং ভারত উপমহাদেশের উত্তর পশ্চিম অংশ (বর্তমান আফগানিস্তান ও পাকিস্তান) জয় করেন। সুলতান মাহমুদ সাবেক প্রাদেশিক রাজধানী গজনিকে এক বৃহৎ সাম্রাজ্যের সমৃদ্ধশালী রাজধানীতে পরিণত করেন। তার সাম্রাজ্য বর্তমান আফগানিস্তান, পূর্ব ইরান ও পাকিস্তানের অধিকাংশ এলাকা জুড়ে ছিল। তিনি সুলতান (“কর্তৃপক্ষ”) উপাধিধারী প্রথম শাসক যিনি আব্বাসীয় খিলাফতের আনুগত্য স্বীকার করে নিজের শাসন চালু রাখেন। নিজ শাসনামলে তিনি ১৭ বার ভারত আক্রমণ করেন। ইসমাইল গজনভি তাঁর পূর্বসূরি হলেন মুহাম্মদ গজনভি ।

                                                                                                                                   তথ্যসূত্র:উইকিপিডিয়া

No comments

Theme images by TommyIX. Powered by Blogger.